নিলিয়ান বম রুমা ( বান্দরবান): আজ ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। পাক- হানাদার বাহিনীর বিরুদ্ধে ৯ মাসের সশস্ত্র লড়াই মধ্য দিয়ে পৃথিবীর মানচিত্রে চিহ্নিত হয় বাংলাদেশ। মহান স্বাধীনতা দিবসকে ঘীরে আজ রুমা উপজেলায় প্রসাশন আয়োজন রুমা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন শিবলী সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন উপজেলা চেয়ারম্যান উহ্লাচিং মার্মা,ভাইস-চেয়ারম্যান থাংখাম লিয়ান বম, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পুলিশ প্রশাসন সহ সরকারি বেসরকারী বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন। দিনটিকে পুলিশ প্রশাসন, গ্রাম পুলিশ, আনসার ভিডিপি সহ সরকারি বেসরকারী স্কুলের কোমলমতি শিক্ষার্থীদের কুচকাওয়াজ, দেশাত্মবোধক সঙ্গীতের নৃত্য প্রদর্শন মাধ্যমে উৎসাহিত করনের মাধ্যমে উযাপিত করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.