যথাযোগ্য মর্যাদায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের মহান স্বাধীনতা দিবস উদযাপন

 মোঃ পারভেজ, চট্টগ্রাম: যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। ২৬ মার্চ প্রথম প্রহরে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের মাননীয় চেয়ারম্যান রিয়ার অ্যাডমরিাল এম শাহজাহান,এনপিপি,বিসিজিএমএস, এনডিসি, পিএসসি, বিএন বন্দর রিপাবলিক ক্লাব প্রাঙ্গনস্থ স্মৃতিসৌধে জাতীয় পতাকা উত্তোলন, অভিবাধন গ্রহণ ও পুষ্পস্তবক অর্পণ করেন। মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বন্দর ভবন, ওয়ার্কশপ, আবাসিক ভবন, শিক্ষা প্রতিষ্ঠান, ক্লাব এবং বন্দরে অবস্থানরত জাহাজ ও জলযানসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয় ।

সকাল ৯:৩০ ঘটিকায় শহীদ ফজলুর রহমান মুন্সী অডিটোরিয়ামে ২৫ মার্চ গণহত্যায় নিহতদের স্বরণে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এর আয়োজন করা হয়। এছাড়াও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বন্দর কর্তৃপক্ষের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অংশ্রগহণে রচনা, চিত্রাংকন ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। চবক চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম. শাহজাহান, এনপিপি, বিসিজিএমএস, এনডিসি,পিএসসি, বিএন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। দিবসটি উপলক্ষ্যে চবক এর আওতাধীন সকল মসজিদ, এবাদতখানা, মন্দির ও বৌদ্ধ বিহারে বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয় এবং বন্দর হাসপাতালের অভ্যন্তরীণ রোগীদের উন্নতমানের খাদ্য পরিবেশন করা হয়।

এ দিনে বন্দরের জেটিতে অবস্থানরত জাহাজের ক্যাপ্টেনদের শুভেচ্ছা স্মারক হিসেবে ফ্রুট বাস্কেট ও ফুলের তোড়া প্রদান করা হয়। বিকালে শহীদ প্রকৌশলী শামসুজ্জামান স্টেডিয়ামে প্রীতি ক্রিকেট ও ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় বন্দর এলাকায় মুক্তিযুদ্ধ ভিত্তিক ডকুমেন্টারী প্রদর্শন এর ব্যবস্থা করা হয়।