প্রেস বিজ্ঞপ্তি : মহান স্বাধীনতা দিবস উপলক্ষে চট্টগ্রাম জেলা ট্রাক- কাভার্ডভ্যান এন্ড মিনিট্রাক মালিক গ্রুপ বাকলিয়া-কোতোয়ালি উপ-কমিটির উদ্যোগে এক আলোচনা সভা রাজাখালীস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মোঃ ইউছুফ সরওয়ারের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মোঃ নজরুল ইসলাম দুলালের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা ও ৩৫ নং বক্সিরহাট ওয়ার্ডের কাউন্সিলর হাজী নুরুল হক। বিশেষ অতিথি ছিলেন ট্রাক মালিক গ্রুপের উপদেষ্টা মোঃ এমদাদুল হক, সহ-সভাপতি মোঃ নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক কে এম মহিউদ্দিন। সভায় অন্যানে্যর মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের কর্মকর্তা মোঃ মোজাম্মেল হোসেন, মোঃ মিলন, মোঃ এনামুল হক, মোঃ বেলাল হোসেন, মোঃ জিলানী সোহেল, মোঃ ইব্রাহিম, ফেরদৌস
জামান মুকুল ও মোঃ ইউছুফ প্রমুখ নেতৃবৃন্দ। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ৩৫ নং বক্সিরহাট ওয়ার্ডের কাউন্সিলর হাজী নুরুল হক বলেন, মহান স্বাধীনতা দিবসে আসুন আমরা সকলে মিলে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের সাথে সাথে একটি সুখী-সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার শপথ গ্রহণ করি।
এতে করে বীর শহীদদের প্রতি প্রকৃত সম্মান জানানো হবে এবং শহীদদের আত্মা শান্তি লাভ করবে। সভায় অন্যান্য বক্তারা বলেন, ২৬ মার্চ বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস। ১৯৭১ সালের ২৫ মার্চের কালোরাত্রিতে নির্মমতম গণহত্যার রক্তাক্ত প্রেক্ষাপট পেরিয়ে ২৬ মার্চ বাংলার আপামর জনতা ঘুরে দাঁড়িয়েছিল “এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম”-মন্ত্রটি বুকে ধারণ করে। ঝাপিয়ে পড়েছিল বাংলার মুক্তি পাগল দামাল ছেলেরা পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে। দেশ মাতৃকার তরে সেদিন শাহাদাত বরণ করেছিল লাখো বাঙ্গালী। জাতির শ্রেষ্ঠ সন্তান সেই বীর শহীদদের প্রতি
শ্রদ্ধা জানাতে জাতি এদিনটি পালন করে যথাযোগ্য মর্যাদায়। শ্রদ্ধা নিবেদনের মশাল মিছিলে চট্টগ্রাম জেলা ট্রাক কাভার্ডভ্যান এন্ড মিনিট্রাক মালিক গ্রুপ ও পিছিয়ে নেই।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.