প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৪, ২০২৫, ১১:৪০ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৩০, ২০২২, ১২:০১ অপরাহ্ণ
খুলনার পাইকগাছায় ডিবি পুলিশের অভিযানে গাঁজার গাছসহ গ্রেফতার-১

পাইকগাছা(খুলনা) প্রতিনিধিঃখুলনার পাইকগাছা উপজেলায় ডিবি পুলিশের অভিযনে মন্টু বিশ্বাস (৪৮) নামে এক গাজা চাষী গ্রেফতার হয়েছে। মঙ্গলবার ২৯মার্চ বিকালে নিজ বাসা থেকে ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে। ডিবি পুলিশ সুত্রে জানা যায়, খুলনা জেলার পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসানের দিক-নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা, খুলনার অফিসার ইনচার্জ উজ্জ্বল কুমার দত্ত এর নেতৃত্বে এসআই মোঃ মনিরুল ইসলাম সংগীয় অফিসার ও ফোর্সসহ একটি টীম জেলার পাইকগাছা থানা এলাকায় মাদক উদ্ধার ও অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে পাইকগাছা থানাধীন মধুখালী গাজীবাড়ি মোঃ মন্টু বিশ্বাস (৪৮) এর বাড়ির আঙ্গীনায় গাঁজা গাছ চাষাবাদ করেছে মর্মে জানতে পারেন।
তাৎক্ষণিক বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে ২৯ মার্চ (মঙ্গলবার) বিকেল সোয়া পাঁচটার সময় পাইকগাছা থানাধীন মধুখালী গাজীবাড়ি হতে মোঃ মন্টু বিশ্বাস (৪৮), পিতা-মৃত আকবার বিশ্বাস, সাং-মধুখালী (গাজীবাড়ি), থানা-পাইকগাছা, জেলা-খুলনাকে গ্রেফতার করেন জেলা ডিবি পুলিশ। আটক আসামী মন্টু বিশ্বাসকে জিজ্ঞাসাবাদে তার স্বীকারোক্তি ও দেখানো মতে তার চাষাবাদকৃত ০৩ টি গাঁজা গাঁঁছ উদ্ধার করেন ডিবি। উদ্ধারকৃত গাঁজা গাছের সর্বমোট ওজন ১কেজি ২'শ গ্রাম। উক্ত গাঁজা গাছ উদ্ধার পূর্বক ২৯ মার্চ পৌনে ছয়টার সময় জব্দতালিকা মূলে জব্দ করেন ডিবি।
এ ঘটনায় আটক আসামির বিরুদ্ধে পাইকগাছা থানায় মামলা দায়ের করা হয়েছে।যার নং- ২১, তারিখ- ২৯/০৩/২০২২ ইং, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর ৩৬ (১) সারণির ১৮ (ক)।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: somoyernews24office@gmail.com
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.