পেকুয়া প্রতিনিধি: কক্সবাজারের পেকুয়ায় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) অভিযান চালিয়ে ৬টি দেশিয় তৈরী আগ্নেয়াস্ত্র, ৮রাউন্ড কার্তুজ ও ৩টি রাম দাসহ জালাল উদ্দিন (৩২) নামের এক যুবককে আটক করে। তিনি উপজেলার রাজাখালী ইউনিয়নের উত্তর সুন্দরীপাড়া এলাকার মো.শরীফের ছেলে। ৩০ মার্চ (বুধবার) দিবাগত রাতে সুন্দরীপাড়ায় অভিযান চালিয়ে তাকে আটক করে র্যাব-১৫ এর একটি আভিযানিক দল। র্যাবসুত্রে জানাগেছে, গোপন সংবাদে র্যাব অভিযান চালিয়ে জালাল উদ্দিনকে আটক করে। এ সময় তার স্বীকারোক্তি মতে পাশের জহির উদ্দিনের বাড়ি থেকে লুকায়িত অবস্থায় এসব অস্ত্র ও গোলাবারদ উদ্ধার করে। ধৃত ব্যক্তির বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, মারামারি, চুরি, ডাকাতিসহ বিভিন্ন থানায় ৯ টি মামলা রয়েছে। এসব মামলার মধ্যে ৩ টি মামলার গ্রেপ্তারী পরোয়ানা রয়েছে। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিয়ে পেকুয়া থানায় হস্তান্তর করা হবে বলে জানান র্যাব।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.