লোহাগাড়া প্রতিনিধিঃ প্রখ্যাত আলেমেদ্বীন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মোফাসসিরে কোরআন মাওলানা মামুনুর রশীদ নূরী বলেছেন, সভ্যতা ও নৈতিকতা মানুষেরই থাকে, পশুর থাকেনা। যেটা মানুষের বুদ্ধিবৃত্তির একটি বিকশিত রূপ। আর সেই সভ্যতা ও নৈতিকতাই মানুষকে আল্লাহর কাছে আত্মসমর্পন করার মাধ্যমে তাকওয়ার গুন সৃষ্টি করাই হচ্ছে সিয়াম সাধনার মূল উদ্দেশ্য। তিনি বলেন, মুসলমানদের চারিত্রিক বৈশিষ্ট্যের ভিত্তি হচ্ছে আল্লাহর হুকুম পালনে পরিপুষ্ট, নবীর (সঃ) আদর্শে নিয়ন্ত্রিত এবং লোভলালসা মুক্ত পরিচ্ছন্ন জীবন যাপন।
মাওলানা নুরী লোহাগাড়া উপজেলার আধুনগর সমাজ উন্নয়ন পরিষদ আয়োজিত ১৮তম বিশাল সীরাতুন্নবী (সঃ) মাহফিলে প্রধান আলোচকের আলোচনায় উপরোক্ত কথা বলেন। আধুনগর ইউনিয়র পরিষদ চেয়ারম্যান আলহাজ মুহাম্মদ নাজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সীরাত মাহফিলে প্রধান ও বিশেষ মেহমান ছিলেন, লোহাগাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান এম ইব্রাহীম কবির ও বড়হাতিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এম.ডি. জুনাইদ। প্রধান আলোচক আরো বলেন, মাহে রমজান কুরআন নাজিলের মাস। এই মাসে কুরআন থেকে শিক্ষা নিয়ে তাকওয়া অর্জন, আত্মগঠন ও আত্মশুদ্ধির প্রশিক্ষণ নিতে হবে।
তিনি বলেন, সিয়াম সাধনা মুসলমানদেরকে পরকালের জবাবদিহিতা। খোদাভীরুতা অর্জন করে সমাজ জীবনে সকল ধর্মের মানুষের সাথে সাম্য, সহমর্মিতা ও ন্যায় নীতি প্রতিষ্ঠার শিক্ষা দেয় এবং জুলুম-শোষনসহ সকল প্রকার অনৈতিকতা থেকে মুক্ত করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথ খুলে দেয়। তাই তাকওয়া অর্জনের মাধ্যমে ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তির জন্য একনিষ্ঠ ভাবে সিয়াম সাধনার বিকল্প নেই। সীরাত মাহফিলে উদ্বোধনী বক্তব্য রাখেন আধুনগর ইসলামিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আ ফ ম খালেদ জামিন। আলোচনা অধ্যক্ষ মাওলানা মহিউদ্দিন মাহবুব, পুটিবিলা ফাজিল মাদরাসার শিক্ষক মাওলানা জহিরুল ইসলাম ও মুহাম্মদ হারুনুর রশীদ প্রমুখ ।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.