প্রেস বিজ্ঞপ্তিঃ চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা. সেখ ফজলে রাবি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নিয়মিত টিকা, গণটিকা ও বুস্টার ডোজ প্রদানের কারণে কোভিড সংক্রমণ পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে। সরকারের পাশাপাশি সমাজের কিছু কিছু ধর্ণাঢ্য ব্যক্তি ও প্রতিষ্ঠান সরকারী-বেসরকারী হাসপাতালগুলোতে চিকিৎসা সরঞ্জাম প্রদান করায় কোভিড আক্রান্ত রোগীরা কাঙ্খিত সেবা পেয়েছে। করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে থাকলেও আমরা এখনো নিরাপদ নই। নিজেকে সুরক্ষিত রাখতে হলে মাস্ক পরিধানের পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। পাশাপাশি মাঠ পর্যায়ে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রীর সুস্পষ্ট নির্দেশনা মানতে হবে।৩১ মার্চ ২০২২ ইংরেজি বৃহস্পতিবার সকাল ১১টায় জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ গাইডলাইন বিষয়ক প্রশিক্ষকদের প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সিভিল সার্জন কার্যালয়ের সহযোগিতায় বেসরকারী সংস্থা ব্র্যাক’র স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা কর্মসূচী প্রশিক্ষণের আয়োজন করেন।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ দেখেছি, কিন্তু কোভিডযুদ্ধ চোখে দেখা না গেলেও এটি অনেক ভয়াবহ। কোভিডযুদ্ধে বাংলাদেশসহ সারা বিশ্বের মানুষকে বাঁচানোর জন্য যুদ্ধ করতে হয়েছে। স্বাস্থ্য বিভাগের সকল কর্মকর্তা-কর্মচারী, সর্বস্তরের প্রশাসন, সমাজের ধর্ণাঢ্য ব্যক্তি, শিল্প প্রতিষ্ঠান ও গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্টরা সমন্বিতভাবে এগিয়ে আসার কারণে আমরা কোভিডযুদ্ধে জয়লাভ করেছি। সবসময় স্বাস্থ্যবিধি মেনে চললে আমরা সকলেই নিরাপদ থাকব। পাশাপাশি সরকারের কাঙ্খিত লক্ষ্য অর্জনে স্বাস্থ্যসেবার কার্যক্রম সর্বত্র ছড়িয়ে দিতে হবে। জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরীর সভাপতিত্বে ও জেলা স্বাস্থ্য তত্বাবধায়ক সুজন বড়–য়ার সঞ্চালনায় অনুষ্টিত সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ গাইডলাইন বিষয়ক প্রশিক্ষকদের প্রশিক্ষণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন কার্যালয়ের এমওডিসি ডা. মোহাম্মদ নুরুল হায়দার ও পরিবার পরিকল্পনা বিভাগের সহকারী পরিচালক ডা. ছেহেলী নারগিস। বক্তব্য রাখেন বেসরকারী সংস্থা ব্র্যাক’র স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা কর্মসূচীর বিভাগীয় ব্যবস্থাপক মোঃ হানিফ উদ্দিন, জেলা সমন্বয়ক মোঃ আবুল কাহ্ধসঢ়;হার, এলাকা ব্যবস্থাপক বিপন হাজারী ও এলাকা ব্যবস্থাপক মোঃ তসলিম উদ্দিন। চট্টগ্রামের ১৫ উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা, মেডিকেল অফিসার ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা প্রশিক্ষণে অংশ নেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.