ভোলা প্রতিনিধি: ভোলার লালমোহনে বসতঘরের চারদিক দখল করে একটি পরিবারের চলার পথ বন্ধ করে দিয়েছে প্রতিপক্ষরা। শুক্রবার সকালে স্থানীয় সাংবাদিকদের কাছে এমন অভিযোগ করেন উপজেলার বদরপুর ইউনিয়নের নবীনগর গ্রামের হাসানুজ্জামান বাড়ির আবুল কাশেম। তিনি বলেন, তাদের ঘর থেকে বের হওয়ার পথ বন্ধ করে দিয়েছে একই বাড়ির আব্দুল মালেক, আব্দুর রহিম ও মো. নাজিমসহ কয়েকজন। তার দাবী মোট ৬৮ শতাংশ জমির মধ্যে কেবল ঘরভিটা ছাড়া বাকি জমি মালেক গংরা জোরপূর্বক দখল করে রেখেছেন। স্থানীয়রা জমি ফিরৎ দিতে বলে কয়েকবার এ ঘটনায় শালিস করলেও তা মানতে নারাজ মালেক গংরা। এ ঘটনায় প্রশাসনের সুদৃষ্টি কামনা করছেন ভুক্তভোগী আবুল কাশেম ও তার পরিবার।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.