ভোলা প্রতিনিধিঃ রমজানের পবিত্রতা রক্ষা করুন, দিনের বেলায় হোটেল রেস্তুরা বন্ধ রাখুন, অশ্লীল সিনেমা প্রদর্শন বন্ধ রাখুন, জুয়া, নাটক ও গানের আসর বন্ধ রাখুন”এসব প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলার লালমোহন উপজেলার কালমা ইউনিয়নের ওলামায়ে মশায়েখ ও মসজিদের ইমামদের আয়োজনে ডাওরী বাজারে এক বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ আসর ডাওরী বাজার মাদ্রাসা মসজিদ থেকে মিছিল টি শুরু হয়ে, বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে, মাদ্রাসার সামনে গিয়া শেষ হয়। এসময় সকলে স্লোগান দিয়ে বলেন, দিনের বেলা খাবার হোটেল বন্ধ করতে হবে, রমজানের পবিত্র রক্ষা করতে হবে। মাওলানা বশিরউল্ল্যার সভাপতিত্বে, এসময় উপস্থিত ছিলেন, মাওলানা ফখরুদ্দিন রাজী,মাওলানা মোসলেহউদ্দিন, মাওলানা ফজলুল হক, মাওলানা মোস্তফা কামাল, মাওলানা মোবাশের আহমদসহ স্থানীয় মুসল্লিরা।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.