আখতারুজ্জামান সেন্টার দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির ১২তম বর্ষপূর্তি ও ঈদ বিক্রয় উৎসবের শুভ উদ্বোধন

চট্টগ্রাম নগরীর আভিজাত্যের প্রতীক খ্যাত আগ্রাবাদে অবস্থিত শীতাতপ নিয়ন্ত্রিত ঐতিহ্যবাহী আখতারুজ্জামান সেন্টার দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির ১২তম বর্ষপূর্তি ও ঈদ বিক্রয় উৎসব এর শুভ উদ্বোধন
করা হয়েছে। আজ ২রা এপ্রিল ২০২২ইং শনিবার সকাল সাড়ে ১১টায় আখতারুজ্জামান সেন্টার দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির সিনিয়র সহসভাপতি মাহমুদুল হক মাহমুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত ঈদ বিক্রয় উৎসবে উদ্বোধক ছিলেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সহসভাপতি ও আখতারুজ্জামান সেন্টার দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির সভাপতি আজিজুল হক নসু। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহসাধারণ সম্পাদক হারুনুর রশীদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মো: শাহজাহান, অর্থসম্পাদক আমিন শরীফ, মার্কেটের ডিজিএম বজ্য গোপাল চৌধুরী, মার্কেটের ম্যানেজার (অর্থ) আলাউদ্দিন আলো, প্রচার প্রকাশনা ও দপ্তর সম্পাদক এরশাদুল হক শাহীন, ক্রীড়া ও সাংস্কৃতি সম্পাদক মিন্টু ধর, ধর্ম ও আইন বিষয়ক সম্পাদক মাহাফুজুল উল ইসলাম প্রমুখ।

উদ্বোধক বাংলাদেশ দোকান মালিক সমিতির সহসভাপতি ও আখতারুজ্জামান সেন্টার দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির সভাপতি আজিজুল হক নসু বলেন, চট্টগ্রামের সব চেয়ে বড় ও অত্যাধুনিক
অভিজাত মার্কেট হচ্ছে আখতারুজ্জামান সেন্টার। এই অভিজাত মার্কেটে প্রতি বছরের ন্যায় এবারও আমরা ঈদ বিক্রয় উৎসব শুরু করতে পেরে আনন্দিত। করোনা মাহামারির কারণে বিগত দু বছর আমরা এই উৎসব করতে পারিনি। আশাকরি ক্রেতা সাধারণ এই মার্কেটে এসে তাদের পছন্দ মতো কেনাকাটা করতে পারবে। সুন্দর, মনোরম পরিবেশে শান্তিপূর্ণভাবে ঈদ কেনাকাটা করে নিরাপদে ফিরতে আমরা সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করেছি।

এ সময় সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বলেন, আইন শৃংখলার পর্যপ্ত ব্যবস্থা আমরা করেছি। কোর প্রকার অপ্রীতিকর ঘটনা যেন না হয় সে জন্য আমাদের নিয়োজিত নিরাপত্তা কর্মীবাহিনী সব সময় প্রস্তুত থাকবে।   ক্রেতা সাধারণের সকল ধরনের সুযোগ সুবিধা প্রদানে আমরা বদ্ধ পরিকর।