প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৪, ২০২৫, ১১:৪২ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২, ২০২২, ৬:০৫ অপরাহ্ণ
নরসিংদীতে মাহে রমজানে যানজট ও দুর্ঘটনা প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীতে আঞ্চলিক সমবায় প্রশিক্ষণ ইনস্টিটিউট, নরসিংদীর অডিটরিয়ামে পবিত্র মাহে রমজান উপলক্ষে মহাসড়কে যানজট ও দুর্ঘটনা প্রতিরোধে মালিক চালক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শনিবার ২ এপ্রিল ২০২২ উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার, নরসিংদী কাজী আশরাফুল আজীম, পিপিএম।
সভায় প্রকৃত চালক ছাড়া না চালানো, গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার না করা, যত্রতত্র যাত্রী উঠা-নামা না করা, ঝুঁকিপূর্ণ ওভারটেকিং না করা, যত্রতত্র গাড়ি না থামানোসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। সভায় গাড়ির চালকগণ তাদের অভিমত ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী, প্রফেসর গোলাম মোস্তফা মিয়া, নরসিংদী ইন্ডিপেন্ডেন্ট কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা, নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মোঃ হাবিবুর রহমান হাবিব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব এএইচএম জাহাঙ্গীর হোসেন, সভাপতি, নরসিংদী আন্তঃ জেলা সড়ক পরিবহন মালিক সমিতি।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: somoyernews24office@gmail.com
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.