ফারহান সিদ্দিক, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার একটি গ্রামে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের হাতে যুবক আটক। শুক্রবার মধ্যরাতে উপজেলার সোনাইছড়ির জোড়ামতলের হযরত উম্মেদ আলী ফকির মসজিদের গলি থেকে পুলিশ নেজাম উদ্দিন (৪০) নামের এক ব্যক্তিকে আটক করে। আটকৃত ব্যক্তি ওই এলাকার মোখলেসের বাড়ির শফিউল আলমের ছেলে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। সীতাকুণ্ড থানার উপ-পরিদর্শক টিবলু মজুমদার তিনি বলেন, ওই এলাকায় কয়েকজন অপরিচিত লোক নিয়ে নেজাম গ্রামে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন গোপন খবরের ভিওিতে পুলিশ তাকে গেপ্তার করে। এসময় ঘটনাস্থল থেকে গ্রিল কাটার যন্ত্র, কুড়াল, ছুরি, কোরাবারি ও ধামাসহ বিপুল পরিমাণ দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়। ডাকাতির প্রস্তুতি ও অবৈধ অস্ত্র উদ্ধারের পৃথক দুটি মামলা দায়ের করে শনিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: somoyernews24office@gmail.com
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.