প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৪, ২০২৫, ৯:৪৯ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৩, ২০২২, ১:৫৯ অপরাহ্ণ
ভােলার কুখ্যাত ৩ সন্ত্রাসীকে গ্রেপ্তারর দাবীতে মানববন্ধন

ভোলা জেলা প্রতিনিধি: ভােলা সদর উপজলার শিবপুর ইউনিয়নর ৯নং ওয়ার্ডর কুখ্যাত সন্ত্রাসী আলী হাসান, রাকিব ও রাসেলকে গ্রপ্তারর দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী। আজ সকাল ভোলা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সন্ত্রাসী আলী হাসন বাহিনীর সদস্যদর গ্রফতার ও তাদের দৃষ্টান্তমুলুক শাস্তির দাবীতে মানববন্ধন করেন এলাকাবাসী।
পরে ভোলা পুলিশ সুপার ও জেলা প্রশাসক এর কাছে স্মারকলিপী প্রদান করেন তারা। উল্লখ্য ওই এলাকার আমির হাসন, আব্দুল লতিফ ও মাইনুদ্দিন সন্ত্রাসীদের সন্ত্রাসী কাজ বাঁধা দিতে গেলে গত ৩০মার্চ সকাল ১১টার দিকে সন্ত্রাসীরা ধারালা অস্ত্র দিয়ে তাদেরকে কুপিয়ে গুরুতর জখম করে। বর্তমান তারা ঢাকা ও বরিশাল হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধিন রয়েছে। আহতদের পরিবারের পক্ষ থেকে ভোলা সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: somoyernews24office@gmail.com
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.