সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার সদর ইউনিয়নের জোরখাল নামক স্থানে সরকারি জায়গায় প্রায় এক মাস আগে, অবৈধ দখল করে খনন করে খৈন দিলো, জমশেরপুর গ্রামের জীবন সরকারের দুই ছেলে সুজিত সরকার ও সুমন সরকার। জানা যায় মধ্যনগর ইউনিয়নের জগদীশপুর মৌজার জোরখালে অবৈধ দখল দার, এলাকার বাধা উপেক্ষা করে এক্সেবেটার দিয়ে রাতের অন্ধকারে খনন করে পেললে। এলাকার লোকজন স্হানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এর কাছে সুজিত ও সুমন এর বিরুদ্ধে অভিযোগ করলে, চেয়ারম্যান সন্জিব তালুকদার টিটু, খৈন পুনরায় ভরাটের নির্দেশ দেন। সুজিত গং খৈন ভরাট না করে প্রভাব কাটানোর চেষ্টা করলে, ৫ এপ্রিল মঙ্গলবার সকালে হরিপুর গ্রামবাসী নিজেদের উদ্যোগে খৈন ভরাট করেদিলো। এ অবস্থায় কোন অপ্রীতিকর ঘটনা ঘটে নাই।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.