বানিয়াচং প্রতিনিধিঃ হবিগঞ্জের বানিয়াচংয়ে থানা পুলিশের অভিযানে ধর্ষন মামলার পলাতক আসামী সুব্রত দাস(২৩) কে গ্রেফতার করেছে পুলিশ। (৪ এপ্রিল) সোমবার দিবাগত রাত ১টায় আসামিকে নিজ বাড়ী থেকে গ্রেপ্তার করা হয়।আসমী উপজেলার অন্তর্ভুক্ত নজিপুর গ্ৰামের সতিন্দ্র দাসের ছেলে।বানিয়াচং থানা সূত্রে জানা যায়, (৩ এপ্রিল) দিবাগত রাত ১১ টায় সুব্রত দাস ভিকটিমের বসত ঘরে প্রবেশ করে জোর পূর্বক ধর্ষণ করে। উক্ত ঘটনায় ভিকটিমের পরিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।এ ব্যাপারে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন,আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।আদালত তাঁকে কারাগারে পাঠিয়েছেন।তিনি আরো বলেন, সকল প্রকার অপরাধ দমনে নিয়মিত এই অভিযান অভ্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.