প্রিন্ট এর তারিখঃ জুলাই ১, ২০২৫, ৬:২২ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৬, ২০২২, ১:৪৫ অপরাহ্ণ
ভিক্ষুক

ভিক্ষুক
-হাফিজুর রহমান
ঐ মানুষটাই সবচাইতে বেশি অসহায়, ভিক্ষুকের থেকেও অধম!
যে মানুষটার ধন-সম্পদের অভাব নেই, অভাব আছে সুন্দর একটি মনের।
নির্লজ্জ হয়ে হাত - পাতে ভিক্ষুক, পেটপুরে দু'বেলা খাওয়ার লোভে
অন্যের আহার কেড়ে নিয়ে জমিয়ে রাখার লোভ থাকলে
ওরা কখনও, ভিক্ষুক হতো না।
নীতি বেঁচে - সম্পদ বাড়াতে, দারিদ্রতা কখনো চুরি করতে শেখায় না
দারিদ্রতা বরং চিনিয়ে দেয়, বিলাসবহুল প্রসাদে ঘুমানো ভদ্র-বেশধারী চোর!
অতিরিক্ত লোভের কারণে ওরা, অস্তিত্ব সংকটে মৃত্যুর আগেই মরে যায়-
পরবর্তীর কাছে জমা রেখে যায় অপকীর্তি।
ওসবের গন্ধে জন্ম নেয় ঘৃণা, যে ঘৃণার দায় - কোন প্রজন্মই গ্রহণ করে না
অথচ ভোগ করবে তার রেখে যাওয়া সম্পদ!
আফসোস! আফসোস! এমন অসহায়ত্বে, কে-না কষ্ট পায়?
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.