ডেস্ক রিপোর্টঃ বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ন চন্দ্র নাথ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষায় ১ হাজার ৭৬টি স্কুলের ১ লাখ ৫৮ হাজার ৬৩৬ জন অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ১ লাখ ৪৪ হাজার ৫৫০ জন। তিনি আরও বলেন, পাস করা শিক্ষার্থীদের মধ্যে ছাত্র ৬৭ হাজার ১৭১ জন ও ছাত্রী ৭৭ হাজার ৩৭৯ জন। আর পাসের হার ৯১ দশমিক ১২ শতাংশ। যা গত বছরের তুলনায় ৬ দশমিক ৩৭ শতাংশ বেশি। এ বছর চট্টগ্রাম শিক্ষা বোর্ডে জিপিএ ৫ পেয়েছে সর্বমাট ১২ হাজার ৭৯১ শিক্ষার্থী। গত বছরের তুলনায় এ সংখ্যা ৩ হাজার ৭৮৩ বেশি। জিপিএ ৫ পাওয়াদের মধ্যে ৫ হাজার ৩৮২ জন ছাত্র; ৭ হাজার ৪০৯ জন ছাত্রী।
নারায়ন চন্দ্র নাথ বলেন, সব সূচকেই এ বছর পরীক্ষার্থীরা বিগত বছরের তুলনায় ভালো ফল করেছে। জিপিএ ৫ এর সংখ্যা বাড়ানোয় বেশিরভাগ অবদান রেখেছে ছাত্রীরা। তাদের জিপিএ ৫ বৃদ্ধি পেয়েছে গত বছরের তুলনায় ২ হাজার ৬৪৬ টি। এটি নারী শিক্ষার অগ্রগতির ক্ষেত্রে অভাবনীয় সাফল্য। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় সারাদেশে পাসের হার ৯৩ দশমিক ৫৮ শতাংশ। গত বছরের তুলনায় পাসের হার বেড়েছে ১০ দশমিক ৭১ শতাংশ। গত বছর এসএসসি পরীক্ষায় ৮২ দশমিক ৮৭ শতাংশ শিক্ষার্থী পাস করেছিল।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: somoyernews24office@gmail.com
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.