পত্নীতলা ( নওগাঁ ) প্রতিনিধিঃ এনএসআই ও মহাদেবপুর থানা পুলিশ এর যৌথ অভিযানে নওগাঁর মহাদেবপুর উপজেলার সুলতানপুর দক্ষিণ পাল পাড়ার গণেশ পালের বাড়ি হতে আনুমানিক ৭০ কেজি ওজনের কষ্টি পাথরের ০১ টি ব্রহ্ম মূর্তি উদ্ধার করা হয়েছে। বুধবার ( ৬ ই এপ্রিল ) দুপুর ০১ টায় জেলা এনএসআই ও মহাদেবপুর থানা পুলিশের যৌথ অভিযানে নওগাঁর মহাদেবপুর উপজেলার সুলতানপুর দক্ষিণ পাল পাড়ার গণেশ পালের বাড়ি হতে আনুমানিক ৭০ কেজি ওজনের কষ্টি পাথরের ০১ টি ব্রহ্ম মূর্তি উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক মূল্য ৩৫ কোটি টাকা। এসময় মূর্তি পাচার চক্রের তিন আটক করা হয়। আটককৃতরা হলো মহাদেরপুর উপজেলার বোবাতোর গ্রামের মৃত সম্ভু চন্দ্র আচার্য এর ছেলে সুমন আচার্য (৩০), একই উপজেলার সুলতানপুর গ্রামের মৃত বিষ্ণ প্রাং এর ছেলে শ্রী মনি মন্ডল (২৫), ও মহাদেবপুর উপজেলার তাতারপুর সরদারপাড়া গ্রামের প্রকাশ চন্দ্র সরকার এর ছেলে রকি সরকার।তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.