বাগেরহাট প্রতিনিধিঃ মোরেলগঞ্জে আন্তর্জাতিক বেসরকারী উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন কর্তৃক বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত ও স্কুল পর্যায়ে লাইব্রেরীর আসবাবপত্র বিতরণ। ৭ এপ্রিল বৃহস্পতিবার সকালে বিশ্ব স্বাস্থ্য দিবসে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্তরে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। একইদিন দুপুরে উপজেলা অফিসার্স ক্লাব ও উপজেলা পরিষদ চত্বরে ওয়ার্ল্ড ভিশন মোরেলগঞ্জ এরিয়া প্রোগ্রামের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অথিতি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক খন্দাকার মোহাম্মদ রিজাউল করিম। বিশেষ অথিতি ছিলেন ভাইস চেয়ারম্যান মো. মোজাম্মেল হক মোজাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম প্রমূখ। ওয়ার্ল্ড ভিশন মোরেলগঞ্জ এরিয়া প্রোগ্রাম অফিসার নিজাম উদ্দিনের পরিচালনায় এ সভায় স্বাগত বক্তব্য রাখেন সংস্থার সিনিয়র প্রোগ্রাম অফিসার রাফেল রায়। সভাশেষে ১২টি শিক্ষা প্রতিষ্ঠানে লাইব্রেরীর আসবাবপত্র স্ব স্ব প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষকগণের কছে তুলে দেন অতিরিক্ত জেলা প্রশসক ও অন্যান্য অতিথি বৃন্দ।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.