প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৪, ২০২৫, ৯:৪৯ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৯, ২০২২, ৬:৫৯ পূর্বাহ্ণ
কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে খালে ট্রাক্টর, চালকসহ নিহত ৩

এ আর রুহুল আমিন হাজারী ,কুমিল্লা জেলা প্রতিনিধি: কুমিল্লার মুরাদনগরে মাটি ভর্তি একটি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে খালে উল্টে পড়ে চালকসহ তিন জন নিহত হয়েছে। উপজেলার মোচাগড়া এলাকায় শনিবার ভোর সাড়ে ৫টার দিকে এ দূর্ঘটনা ঘটে। মুরাদনগর থানার ওসি আবুল হাসিম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, বাখরনগর বল্লভবাড়িয়া এলাকার শাহ আলমের ছেলে ট্রাকচালক বাবলু মিয়া (২২), একই এলাকার বাবুল মিয়ার ছেলে টুটুল (২২) ও শহিদুল ইসলামের ছেলে মো. হাসান (২৩)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে ইটের ভাটায় মাটি নিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি খালে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলে তিনজন মারা যায়।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: somoyernews24office@gmail.com
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.