প্রিন্ট এর তারিখঃ জুলাই ১, ২০২৫, ৬:৪১ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৯, ২০২২, ৭:০৪ পূর্বাহ্ণ
সিলেট বিভাগীয় প্রতিযোগিতায় আমির উদ্দিনের সাফল্য অর্জন

বানিয়াচং প্রতিনিধিঃ বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড সিলেট বিভাগীয় বার্ষিক অ্যাথলেটিক্স- ২০২২ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্টিত হয়েছে। প্রতিযোগিতায় বানিয়াচংয়ের মেধাবিকাশ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আমির উদ্দিন সাফল্য অর্জন করেছেন। ১ এপ্রিল সিলেট আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় বালক,(ক) গ্রুপে "২০০মিটার দৌড়"ইভেন্টে সিলেট বিভাগের ৪ টি জেলা ও ১ টি বিভাগীয় টিমের অসংখ্য শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এতে ৩য় স্থান অর্জন করেছে বানিয়াচঙ্গের মেধাবিকাশ উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর শিক্ষার্থী আমির উদ্দিন।
হবিগঞ্জ জেলার হয়ে ৩য় স্থান অর্জন করে বানিয়াচং উপজেলার তথা হবিগঞ্জ জেলার গর্ব আমির উদ্দিন। আমিরের এই অর্জনে মেধাবিকাশ উচ্চ বিদ্যালয়েরপ্রধান শিক্ষক ভানু চন্দ্র চন্দ, সহকারি শিক্ষকগন ও সকল শিক্ষার্থীরা আমিরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান আমির উদ্দিন বলেন,ভবিষ্যতে তার এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। সে এই খেলার মধ্যমে সবার মুখ উজ্জ্বল করতে চায়।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.