লোহাগাড়ার বড়হাতিয়ায় হাজি চাঁন্দ মিয়া সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ  চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডে অবস্থিত হাজ্বী চাঁন্দ মিয়া সড়ক। এ সড়ক দিয়ে প্রতিদিন হাজারো মানুষের চলাচল করতে হয়। স্কুল, মাদরাসা ও কলেজে পড়ুয়া কোমলমতি ছাত্র-ছাত্রীদের চলাচল করতে অনেক কষ্ট হয়। সড়কটিতে স্বাধীনতার পর থেকে উন্নয়নের ছোঁয়া লাগেনি। দীর্ঘদিন ধরে অবহেলিত ছিল ওই এলাকার মানুষ।
সড়কটি উন্নয়নের জন্যে চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান বরাবর আবেদন করলে বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সারাদেশে চলমান উন্নয়নের অংশ হিসেবে জেলা পরিষদ থেকে সড়কটি এইচবিবি দ্বারা উন্নয়নের জন্য বরাদ্দ দেওয়া হয়।
শুক্রবার (৮ এপ্রিল) বিকেলে চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবদুস ছালামের পক্ষে সড়কটি এইচবিবি দ্বারা উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধন কালে উপস্হিত ছিলেন বড়হাতিয়া ইউপির চেয়ারম্যান বিজয় কুমার বড়ুয়া, স্থানীয় সাংসদ প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীর একান্ত সচিব এরফানুল করিম চৌধুরী , বাংলাদেশ আওয়ামীলীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিনের ব্যক্তিগত সহকারী, বড়হাতিয়ার কৃতি সন্তান সমাজসেবক মিরান হোসেন মিজান, বড়হাতিয়া ইউপির ৫নং ওয়ার্ড মেম্বার কাইছার হাসান বাপ্পী। এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে জনপ্রতিনিধি,  যুবলীগ,ছাত্রলীগসহ অনেকেই উপস্হিত ছিলেন।