
ডেস্ক রিপোর্ট : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, জাতিসংঘের এক প্রতিবেদনে জানা গেছে বিগত ষাট বছরের ইতিহাসে অল্প সময়ের মধ্যে খাদ্যপণ্যের দাম এর উল্লম্পন দেখা যায়নি, বৈশ্বিক বাজারে ভোজ্যতেলের সবচেয়ে বড় যোগান আসে রাশিয়া ও ইউক্রেন থেকে এই দুইদেশ যুদ্ধে জড়িয়ে পড়ার কারণে ভোজ্যতেলের আমদানীতে প্রভাব পড়েছে। অন্যদাক চিনি, দুধ, আটা অনেক নিত্যপন্যর মূল্য পাল্লা দিয়ে বৃদ্ধি পেয়েছে। সেই কারণে বিশ্ব বাজরের সাথে সামঞ্জস্য রেখে দ্রব্য মূল্যের হার কিছুটা বেড়েছে। আমাদের দেশের কিছু সংখ্যক অসৎ ব্যবসায়ী এই সুযোগকে কাজে লাগিয়ে সিন্ডিকেটর মাধ্যমে বাজার নিয়ন্ত্রয় করার অপচেষ্টা চালিয়েছে, আমাদের মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার বিচক্ষনতায় এক কোটি পরিবারকে তালিকা ভূক্তকরে ভুর্তুকীদিয়ে খাদ্যসামগ্রী বিতরণ করার ফলে অশুভচক্রের সকল যড়য়ন্ত্র ভেস্তে যেতে বাধ্য হয়। আজ রবিবার সকালে উত্তর কাট্টলী ওয়ার্ডের কাউন্সিলর ড.নিছার উদ্দীন আহমেদ মঞ্জুর ব্যক্তিগত উদ্যেগে পবিত্র মাহে রমজান উপলক্ষে নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্য তিনি একথা বলেন। এতে সভাপতিত্বে করেন ওয়ার্ড কাউন্সিলর ড.নিছার উদ্দিন আহমেদ মঞ্জু ,বক্তব্য রাখেন ওয়ার্ড আওয়ামী গীল নেতা ইকবাল চৌধুরী, হাবীবুর রহমান হাবিব, শফি বাঙ্গলী, আবুল কালম আবু, এইচ.এম আবুল খায়ের প্রমুখ সভা শেষে মেয়র মো. রেজাউল করিম চৌধুরী ১৫০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিরতরণ করেন।