মো. ইমাম উদ্দিন সুমন,নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর হাতিয়ার ভাসানচর আশ্রয়ণ কেন্দ্রে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মনির উদ্দিন (৩০)ভাসান চরের আশ্রণে কেন্দ্রের ৭৭ নং ক্লাস্টারের জমির উদ্দিনের ছেলে। রোববার (১০ এপ্রিল) দুপুরে গ্রেফতারকৃত আসামিকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে ঘটনার সত্যতা নিশ্চিত করেন ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমদাদুল হক। তিনি আরও জানান, গত ১ এপ্রিল সন্ধ্যায় একই ক্লাস্টারের মাইন উদ্দিন ওই কিশোরীকে টয়লেটে জোরপূর্বক ধর্ষণ করেছে। এ সময় কিশোরী চিৎকার করলে সে পালিয়ে যায়। পরে এ ঘটনায় ওই কিশোরীর বাবা বাদী হয়ে ৭ এপ্রিল ভাসানচর থানায় নারীও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। ওই মামলায় পুলিশ তাকে গ্রেফতার করে কারাগারে প্রেরণ করে। অপরদিকে নির্যাতিত কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: somoyernews24office@gmail.com
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.