ভোলা জেলা প্রতিনিধি: ভোলা সদরের রাজাপুর ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংর্ঘষে দুইজন গুলিবৃদ্ধসহ অন্তত১০ জন আহত হয়েছে। আহত দের মধ্যে মোঃ কবির
মঞ্জু, মোঃ আনোয়ার গাজী, মোঃ নূরন্নবী ও আব্দুল সাত্তারের নাম পাওয়া গেছে। এদের মধ্যে গুলিবিদ্ধ হয়েছেন মোঃ কবির মঞ্জু ও আনোয়ার গাজী। আহতরা সবাই ভোলা ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি রয়েছেন। এদিকে এ ঘটনায় পুলিশ বুধবার দুপুরে অভিযান চালিয়ে মোঃ ফয়সাল, মিন্টু, আলী ও রুবেল নামে চারজনকে আটক করেছে।
আজ বুধবার (১৩ এপ্রিল) সকাল সারে ১০ টার দিকে ভোলা সদর উপজেলার রাজাপুর
ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ক্লোজার বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, সকাল সাড়ে ১০ টার দিকে রাজাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ হেলাল ও স্থানীয় কবির মঞ্জু গ্রুপের সাথে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ বাঁধে। এতে গোলাগুলি ও সংর্ঘষে ১০ জন আহত হয়। পরে পুলিশ ও স্থানীয়দের সহযোগীতায় আহতদের ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভোলা সদর মডেল থানার কর্মকর্তা (ওসি) মোঃ এনায়েত হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় আমরা চারজনকে আটক করেছে। বিষয়টি তদন্ত চলছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: somoyernews24office@gmail.com
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.