
রাউজান প্রতিনিধি : রাউজানের ঐতিহ্যবাহি বড়ঠাকুর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুনরায় সভাপতি মনোনীত হয়েছেন রাউজান প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক তৈয়ব চৌধুরী। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেন রাউজান উপজেলা শিক্ষা কর্মকর্তা আবদুল কুদ্দুস। তিনি সভাপতি নির্বাচিত হওয়ায় রাউজানের সাংসদ ও রেলপথ মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী ও তারুন্যের প্রতিক ফারাজ করিম চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এবং বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ রক্ষা ও সার্বিক উন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার লোকজনের সহযোগিতা এবং দোয়া কামনা করেন।
পড়েছেনঃ ১২৯