কুমিল্লার দেবীদ্বারে দুই চাচাতো বোনের পানিতে ডুবে মৃত্যু

এ আর রুহুল আমিন হাজারী  কুমিল্লা জেলা প্রতিনিধি : কুমিল্লা দেবীদ্বার উপজেলার ১০ নং গুনাইঘর দক্ষিন ইউনিয়নের পদ্মকোট গ্রামের একই পরিবারের দুই চাচাতো ও  জ্যাঠাতো বোন পানিতে ডুবে মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার মারজানা আক্তার উভয় চাচাতো বোনকে মৃত ঘোষণা করেন।
নিহতরা হলেন – উপজেলার পদ্মকোট গ্রামের মঈনুদ্দিনের মেয়ে মাহি আক্তার (৭) ও একই পরিবারের মঈনুদ্দিনের ভাই মৃত কামরুজ্জামানের মেয়ে তানহা  আক্তার (৯)। স্থানীয় ও পারিবারিক সৃত্রে জানা যায় –
বুধবার সকালে নিহতের পরিবারের লোকজন নিহত মাহি আক্তার ও তানহা আক্তারকে খোঁজাখোজী করে না পেয়ে বাড়ির পাশে পুকুরে গিয়ে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাঃ মারজানা আক্তার উভয়জন কে মৃত বলে ঘোষনা করেন।