প্রেস বিজ্ঞপ্তিঃ নগরীর ২৯নং পশ্চিম মাদারবাড়ি ওয়ার্ডে গতকাল মঙ্গলবার বিকেলে পাঁচশত জন অসহায় দুঃস্থ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী। পশ্চিম মাদরবাড়ি ওয়ার্ড কাউন্সিলর গোলাম মোহাম্মদ জোবায়েরে’র ব্যক্তিগত উদ্যোগে ওয়ার্ড কার্যালয়ের সম্মুখে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এ সময় শেখ মোহাম্মদ ইছহাক, আলী বকস্, মুক্তিযোদ্ধা সিইনসি জাহাঙ্গীর, শওকত আলী, নাছের ও জসিমুল হুদা উপস্থিত ছিলেন। ইফতার সামগ্রী বিতরণকালে মেয়র বলেন, রমজান ইবাদত বন্দেগীর মাস। এই মাসে নফল ইবাদত করেও ধর্মপ্রান মুসল্লীরা ফরজ ইবাদতের সমতুল্য সওয়াব লাভ করেন বলে হাদিসে উল্লেখ আছে। তেমনি গরীব অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে দান করাও সওয়াবের কাজ। কাউন্সিলর জোবায়েরের এই দুর্মূল্যের বাজারে গরীব অসহায়দের পাশে ইফতার সামগ্রী দিয়ে যে সহায়তার হাত প্রসারিত করেছেন তা আমাদের সামনে অনুকরনীয় হয়ে থাকবে। আমি আশাকরি বিত্তশালীগণ তাদের সাধ্য অনুযায়ী গরীব অসহায়দের সহায়তায় এগিয়ে আসবেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.