এ আর রুহুল আমিন হাজারী, কুমিল্লা জেলা প্রতিনিধিঃ কুমিল্লার বুড়িচং উপজেলার শংকুচাইলের সীমান্তবর্তী এলাকায় বুধবার দিবাগত রাত ১০টায় চোরাকারবারীদের গুলিতে এক সাংবাদিক নিহত হয়েছে। কুমিল্লা জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ এ কথা নিশ্চিত করেছেন। নিহত সাংবাদিক কুমিল্লার স্থানীয় পত্রিকা দৈনিক কুমিল্লার ডাক এর স্টাফ রিপোর্টার ও আনন্দ টিভি সাবেক বি-পাড়া প্রতিনিধি ছিলো বলে জানা গেছে।
নিহতের বিষয়টি নিশ্চিত করে বুড়িচং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মীর হোসেন বলেন, 'হাসপাতালে তাকে সাড়ে দশটার দিকে নিয়ে আসা হয়। শরীরে ৪/৫টি গুলিবিদ্ধ ছিল। আমরা তাকে মৃত অবস্থায় পাই।'
স্থানীয় সাংবাদিক ফারুক আহমেদ জানান, বুড়িচং শঙ্কুচাইল সীমান্তে কুমিল্লার শীর্ষ চোরাকারবারিদের এলোপাতাড়ি গুলিতে সাংবাদিক মহিউদ্দিন সরকার নিহত হয়।
নিহত সাংবাদিক মহি উদ্দিন কুমিল্লার ব্রাক্ষ্মনপাড়া উপজেলার মালপাড়া ইউনিয়নের অলুয়া গ্রামের সরকার বাড়ির পুলিশ কর্মকর্তা মোশারফ হোসেন সরকারের ছেলে। বর্তমানে সাংবাদিক মহিউদ্দিনের লাশ বুড়িচং উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে রাখা হয়েছে।
ঘটনাস্থলে পুলিশের উর্দ্বতন কর্মকর্তাগন পরিদর্শন করেন। রাত পোনে বারটায় কুমিল্লা পুলিশ সুপার মোহাম্মদ ফারুক আহমেদ জানান, শুনেছি, চোরাকারবারীদের গুলিতে একজন নিহত হয়েছে । তবে সাংবাদিক কি না জানিনা। বিষয়টি আমরা দেখছি।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.