প্রিন্ট এর তারিখঃ জুলাই ১, ২০২৫, ৬:২৪ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৪, ২০২২, ৪:৪০ অপরাহ্ণ
নরসিংদীতে বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরন উদযাপন

নরসিংদী প্রতিনিধি : নরসিংদীতে জেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ প্রারম্ভে মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে বর্ষবরন উদযাপন করা হয়েছে। নরসিংদীতে এবার বর্ষবরনে সুচিন্তা বিবেচ্য ছিলো "অশুভের অন্তর্ধানে শুচিতার শুভস্পর্শে বর্ণিল বর্ষবরণ"। মলিনতা ও জীর্ণতা মুছে ফেলে নবউদ্দীপনায় জাগ্রত হবার মানসে আবহমান বাংলার ঐতিহ্য ও সংস্কৃতির স্বতঃস্ফূর্ত বহিঃপ্রকাশে নানা বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষকে বরণ করে নিয়েছে সর্বস্তরের নরসিংদীবাসী।

নববর্ষের প্রথম প্রহরে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান এঁর নেতৃত্বে সকল ধর্ম-বর্ণ-শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট অতীতের সকল অপ্রাপ্তি, দুঃখ, গ্লানি ও হতাশাকে মুছে ফেলে নববর্ষে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার নবপ্রত্যয়ে যাত্রা শুরু করার জন্য সকলের প্রতি আহবান জানান।
এসময় নববর্ষের আমেজকে পরিপূর্ণ করতে মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।
পরবর্তীতে নরসিংদী মুসলেহউদ্দিন ভূইয়া স্টেডিয়ামে মাসব্যাপী বৈশাখী মেলার শুভ উদ্বোধন করা হয় এবং আয়োজিত বৈশাখী মেলা চিরায়ত গ্রামীণ ঐতিহ্যকে ধারণ করার পাশাপাশি নরসিংদীবাসীর মনে প্রাণচাঞ্চল্যের সৃষ্টি করবে মর্মে আশাবাদ ব্যক্ত করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.