প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ৩, ২০২৫, ১১:০২ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৪, ২০২২, ৬:৪১ অপরাহ্ণ
বানিয়াচংয়ে বাংলা নববর্ষ উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বানিয়াচং প্রতিনিধিঃ হবিগঞ্জের বানিয়াচংয়ে বাংলা নববর্ষ ১৪২৯ উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। (১৪ এপ্রিল) বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদের মাঠ প্রাঙ্গণ থেকে এক র্যালির আয়োজন করা হয়। র্যালির পর উপজেলা পরিষদের মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম সরকারের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন,বাংলা নববর্ষ বাঙালির ইতিহাস ও ঐতিহ্য বহন করে।
কিন্তু কালের বিবর্তনে কোথাও যেনো হারিয়ে যাচ্ছে বাঙালি র শতবছরের ঐতিহ্য। বাঙালির এই ঐতিহ্যকে টিকিয়ে রাখতে হলে সবাইকে সম্মিলিতভাবে এক হয়ে সংস্কৃতি টিকিয়ে রাখার জন্য কাজ করতে হবে।
উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান উর্মী, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ এনামুল হক,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মলয় কুমার দাস, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাওসার শুকরানা, যুব উন্নয়ন কর্মকর্তা জাফর ইকবাল চৌধুরী, বানিয়াচং প্রেসক্লাবের সভাপতি কবি ও সাংবাদিক মোশাহেদ মিয়া, মেধাবিকাশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভানু চন্দ্র চন্দ,সাংবাদিক এনটিভির বানিয়াচং প্রতিনিধি আক্তার হোসাইন আলহাদী, হবিগঞ্জের জননী প্রত্রিকার প্রতিনিধি শাহ সুমন আজকের পত্রিকার বানিয়াচং প্রতিনিধি হৃদয় খান, আমার হবিগঞ্জের বানিয়াচং প্রতিনিধি শেখ সজীব হাসান প্রমুখ
সম্পাদক ও প্রকাশক
মনির আহাম্মেদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়
সম্পাদকীয় কার্যালয়: এতিমখানা মার্কেট, ৫ম তলা, কদম মোবারক, চেরাগি পাহাড়, কোতোয়ালী, চট্টগ্রাম।
Hello: 01869-600700,
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.