প্রেস বিজ্ঞপ্তি : বাংলা বর্ষবরণ-১৪২৯ উপলক্ষে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে আজ ১ বৈশাখ ১৪ এপ্রিল বৃহস্পতিবার বিভিন্ন কর্মসূচীর আয়োজন করা হয়েছে। “মুছে যাক গ্লানি ঘুছে যাক জরা, অগ্নিস্নানে শুচি হোক ধরা”-এ প্রতিপাদ্যকে সামনে রেখে সকাল ৯টায় জেলা শিল্পকলা একাডেমির একাডেমির পক্ষ থেকে বাদ্যের তালে তালে বাংলা ঐতিহ্যের উপকরণ পালকি, পুতুল, ঘোড়ার গাড়ি, প্ল্যাকার্ড ও অন্যান্য উপকরণ নিয়ে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি দামপাড়া এম.এম আলী রোড ঘুরে পূনঃরায় শিল্পকলা একাডেমিতে এসে শেষ হয়।
জেলা শিল্পকলা একাডেমির জেলা কালচারাল অফিসার মোসলেম উদ্দিন, একাডেমি কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু, সদস্য জেসমিন সুলতানা পারু, সদস্য সাংবাদিক রনজিত কুমার শীলসহ একাডেমির বিভিন্ন বিভাগের প্রশিক্ষক-প্রশিক্ষনার্থীরা মঙ্গল শোভাযাত্রায় অংশ নেন। এছাড়া বর্ষবরণ উপলক্ষে সকাল ১০টায় শিল্পকলা একাডেমির মুক্ত মঞ্চে দলীয় সংগীত ও নৃত্য পরিবেশন করেন শিল্পকলা একাডেমির শিল্পীরা। শিল্পীরা ‘এসো হে বৈশাখ, এসো এসো’ গানে গানে বরণ করে নেন বাংলা নববর্ষকে। নাচে-গানে জমজমাট ছিল পুরো শিল্পকলা একাডেমি প্রাঙ্গন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.