প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৩, ২০২৫, ২:৩০ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৭, ২০২২, ১১:২০ পূর্বাহ্ণ
সরাইলে ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন

মো. তাসলিম উদ্দিন সরাইল( ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা প্রশাসনের আয়োজনে ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজবনগর দিবস-২০২২ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে রোববার সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে " ঐতিহাসিক মুজিবনগর দিবস ও বাংলাদেশের স্বাধীনতা" শীর্ষক আলোচনা সভা হয়। সরাইল উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল হক মৃদুলের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিক উদ্দিন ঠাকুর, উপজেলা এলজিইডি প্রকৌশলী মোছা. নিলুফা ইয়াছমিন,উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোছা. নাজমা বেগম, বীর মুক্তিযোদ্ধা মো. আনোয়ার হোসেন, সরাইল সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার, শাহজাদা ইউপি চেয়ারম্যান মোছা. আছমা বেগম,সাংবাদিক মো. আয়ুইব খান,সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক মো. তাসলিম উদ্দিন, উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা রাজ কুমার শীল, উপজেলা শিক্ষা অফিসের সহকারী শিক্ষা কর্মকর্তা মো. মোস্তফা,উপজেলা সঞ্চয় ব্যাংক কর্মকর্তা রঞ্জন ভৌমিক, আওয়ামীলীগ নেতা মো. মাহফুজ আলীসহ বিভিন্ন অফিসের কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।
এ সময় উপস্থিত বক্তারা বলেন, ‘এদেশের মহান স্বাধীনতাও সংগ্রামের ইতিহাসের এক স্মরণীয় দিন। বাংলার মাটি থেকে পাকিস্তান হানাদার বাহিনীকে বিতাড়িত করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষিত ও নির্দেশিত পথে মুক্তিযুদ্ধের বিজয় অর্জনের লক্ষ্যে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ সরকার গঠন করা হয়।১৯৭১ সালের আজকের এই দিনে মেহেরপুরে স্বাধীন-সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম সরকার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: somoyernews24office@gmail.com
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.