থানছি (বান্দরবান} প্রতিনিধি : খ্রীষ্টান ধর্মাবলম্বীদের সম্প্রদায়ের" পবিত্র ইষ্টার সানডে " শুভ পুনরুথ্থান " দিন পালিত হয়েছে। আজ রবি বার (১৭ এপ্রিল ২০২২) খ্রীস্ট ধর্মের যীশুর খ্রীস্টের পুনরুত্থান দিবসটি নানা আয়োজন করে পালন করা হয়। সারা বিশ্বে বিভিন্ন গীর্জায় শহরের গ্রামাঞ্চলে প্রতিটি গ্রামের গ্রামের গীর্জায় আরাধনা করা হয়েছে। বান্দরবান পার্বত্য জেলা এবং বিভিন্ন উপজেলায় পাহাড়ের বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে খ্রীস্ট ধর্মের বিশ্বাসীদের এ-ই দিনটি খুবই গুরুত্বপূর্ণ দিন হিসেবে উদযাপন করা হয়।
আরও জানা যায়, বান্দরবান জেলা থানচি উপজেলা ও রুমা উপজেলা দূর্গম এলাকায় খ্রীস্ট ধর্মের জনগোষ্ঠীর গ্রাম যেমন ঃ- রামদু পাড়া স্হানীয় ব্যাপ্টিস্ট চার্চ, এডেন পাড়া, জিগন পাড়া, মুংগহা পাড়া, আদিগা পাড়া, কালা পাড়া, কমলা বাগান পাড়া, বাসিল মরো পাড়া, হালিরাম পাড়া, সতীশচন্দ্র পাড়া, মরিয়ম পাড়া, সাধু যোষেফ পাড়া, রর্বাট পাড়া, ম্রংক্ষ্যং পাড়া, হাঁকুরাম পাড়া,লৌহ পাড়া, জৈতুন পাড়া, জনগোষ্ঠীর গ্রামের এই দিনটিকে বিশেষ প্রার্থনা আরাধনা গান বাজনা কীর্তন মধ্যে দিয়ে সকলের মিলে পুনরুত্থানটি পালন করা হয়। জানা যায়, পাপের প্রায়শ্চিত্ত জয় হিসেবে যীশুর পুনরুত্থান খ্রিষ্টান সম্প্রদায়ের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব।
সকাল থেকে বিভিন্ন গীর্জায় এবং নিজ নিজ ভাষায় জনগোষ্ঠীর পবিত্র শাস্ত্র বাইবেল পাঠ ধর্মীয় সঙ্গীতে জয়ধ্বনিতে মাধ্যমে বিশেষ মঙ্গল কামনা করে ও বিশ্বের মহামারি কোভিড-১৯ করোনা ভাইরাস ও বিভিন্ন রোগ মুক্তি পেতে প্রার্থনা করা হয়। তাদের প্রত্যাশা খ্রীস্টধর্মের বিশ্বাসীদের মতে,দুই হাজার বছর আগেই পূণ্য শুক্রবার যীশুকে ক্রুশবিদ্ব্ করার হয়েছিল। এ ঘটনা তিন দিন পর অর্থাৎ তৃতীয় দিনের মৃত্যুর জয় লাভ করে জীবিত হয়ে উঠেছেন তিনি।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.