রুমা ( বান্দরবান) প্রতিনিধি : বান্দরবান রুমায় সদর ৯ ওয়ার্ডে অর্জোন পাড়ায় ছোট ভাইয়ের হাতের বন্দুকের গুলিতে নির্মমভাবে মৃত্যূ হয়েছেন বড়ভাই। নিহতের নাম পারাও ম্রো (৩৮)। পেশায় একজন শিক্ষক। পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় পুলিশ লাশটি উদ্ধার করে রুমা থানায় আনা হয়েছে। শনিবার(১৬ এপ্রিল) সকাল ১০ টার দিকে রুমা সদর হতে প্রায় ২০ কিলোমিটার দুরত্বে অর্জুন ত্রিপুরা পাড়ায় এ ঘটনাটি ঘটেছে।
পাড়াবাসী সুত্রে জানা যায়, শনিবার সকালে নিহতের ছোটভাই রিংরাও ম্রো শিকার করতে যাওয়ার জন্য দেশীয় তৈরী বন্ধুক ( গাদা বন্ধুক) নিয়ে প্রস্তুতি নিচ্ছিল তখন হঠাৎ করে বন্দুকের গুলি ফোটে যায়। তখন অপর প্রান্তে ৫০- ৬০ গজ দুরুত্বে থাকা বড়ভাই পারাও ম্রো বুকের ডান পাশে গুলি বিদ্ধ হয়। তাৎক্ষণিক মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলে মারা যায়।
পলিশ জানান, শনিবার ঘটনার দিন অর্জুন পাড়ার লোকজনের সহযোগিতায় নিহতের ছোট ভাই পারিং ম্রো রুমা থানায় নিজ শরীরে হাজির হয়ে পুলিশ কে জানায়। পরদিন রবিবার (১৭ এপ্রিল) রোববার সকালে রুমা থানার এসআই আমিনুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল অর্জন পাড়ায় ঘটনা স্থল থেকে নিহত লাশসহ দেশীয় তৈরী বন্দুক উদ্ধার করে থানা আনা হয়েছে। রুমা থানা এসআই সমীর মজুমদার বললেন, লাশ থানা আনা হয়েছে, ময়নাতদন্তের জন্য বান্দরবানে সদর হাসপাতালে পাঠানো ব্যবস্থা হয়েছে। মামলা এখনো হয়নি, তবে প্রক্রিয়া চলছে। নিলিয়ান বম
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: somoyernews24office@gmail.com
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.