ডেস্ক রিপোর্টঃ নগরীর পাহাড়তলী থানাধীন উত্তর কাট্টলী মজুমদার বাড়ির সাধন চন্দ্র দে’র আদ্য শ্রাদ্ধ ক্রিয়া গত ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। সাধন চন্দ্র দে স্থানীয় জয়কালি মন্দির পরিচালনা কমিটির উপদেষ্টা ও দুর্গোৎসব উদযাপন পরিচালনা কমিটির উপদেষ্টা ছিলেন। স্বর্গীয় সাধন চন্দ্র দে তাঁর মহাপ্রয়ানে কাট্টলী গীতা সংঘ, অন্বেষা সংঘ দুর্গোৎসব উদযাপন পরিষদ, সঞ্চয় সমবায় সমিতি, শ্রী শ্রী জয়কালি মন্দির পরিচালনা কমিটিসহ স্থানীয় যুব সমাজের পক্ষ হতে গভীর শোক ও শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে। তাঁর মহাপ্রয়ান উপলক্ষ্যে শ্রীমত ভগবত গীতা পাঠ, পবিত্র বেদ পাঠ, শাখাহ্ন ভোজ অনুষ্ঠিত হয় স্থানীয় জয়কালি মন্দির ও উত্তর কাট্টলী মজুমদার বাড়ির প্রাঙ্গনে।
শ্রী সাধন চন্দ্র দে ১৯৪৮ সালের ১১ই মে উত্তর কাট্টলী মজুমদার বাড়িতে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা স্বর্গীয় অন্নদা চয়ন দে ও মাতা অবলা বালা দে। গত ১১ই ডিসেম্বর ২০২১ রোজ শনিবার বার্ধক্য জনিত রোগে নগরীর একটি বেসরকারী হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন সাধন চন্দ্র দে। তাঁর জীবদ্দশায় অন্বেষা সংঘ দুর্গোৎসব উদযাপন পরিষদ, জয়কালি মন্দির পরিচালনা কমিটিসহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের সেবায় নিজেকে আত্মনিয়োগ করেছেন। প্রয়াত সাধন চন্দ্র দে’র পুত্র শ্রী রাজু কুমার দে জানান, আমার পিতা সারাজীবন মানুষের সেবায় কাজ করে গেছেন। তাঁর জীবদ্দশায় স্থানীয় মন্দির প্রতিষ্ঠাসহ এর উন্নয়নে নিরলসভাবে কাজ করেছেন। আমরা তার অপূর্ন কাজগুলো করে যেতে চাই এবং বাবার দেখানো পথ অনুসরণ করে তাঁকে স্বর্গীয় সুখ লাভ করাতে সহায়তা চাই।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.