বাবার কোলে শিশুকে গুলি করে হত্যা: সুবর্ণচর থেকে প্রধান আসামিসহ গ্রেফতার ৫

মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর বেগমগঞ্জের হাজীপুর ইউনিয়নে বাবার কোলে শিশু জান্নাতুল ফেরদাউস তাসপিয়াকে (৪) গুলি করে হত্যা প্রধান আসামিসহ আরও ৫জনকে অস্ত্রসহ গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব। মঙ্গলবার (১৯ এপ্রিল) রাতে সুবর্ণচর উপজেলার চরক্লার্ক ইউনিয়নে অভিযান হত্যা পলাতক এ আসামিদের গ্রেফতার করা হয়। র‌্যাব-১১ (সিপিসি-৩, কোম্পানি কমান্ডার) অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন আসামিদের গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন। তিনি আরও বলেন, প্রধান আসামি রিমন ও তার সহযোগী মহিউদ্দিনসহ ৫জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় গ্রেফতারকৃত আসামিদের কাছ থেকে বিদেশী ও দেশীয় অস্ত্র এবং গোলাবারুদ উদ্ধার করা হয়। এ বিষয় এক প্রেস বিজ্ঞপ্তিতে পরে বিস্তারিত জানানো হবে বলেও তিনি মন্তব্য করেন।