বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন মোরেলগঞ্জ থানার নবাগত ওসি মোঃ সাইদুর রহমান । সোমবার (১৮ এপ্রিল ) রাত ১০ টায় মোরেলগঞ্জ থানায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় তিনি উপজেলার আইন শৃঙ্খলা বজায় রাখতে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন। নবাগত ওসি বলেন, পুলিশের পাশাপাশি সাংবাদিকরাও অপরাধ নির্মূলে ভূমিকা পালন করেন থাকেন। সাংবাদিক এবং পুলিশের কাজ আলাদা হলেও উদ্দেশ্য এক। এসময় মোরেলগঞ্জে সকল অপরাধ নির্মূলে সাংবাদিকরা থানা পুলিশকে সহায়তা করবেন বলে উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এইচ এম শহিদুল ইসলাম, সহ-সভাপতি এইচ এম জসিম উদ্দিন , সাধারণ সম্পাদক শামীম আহসান মল্লিক, সাবেক সভাপতি ও নির্বাহী সদস্য মো. আবু সালেহ, যুগ্ন সাধারণ সম্পাদক মল্লিক আবুল কালাম খোকন , কোষাধ্যক্ষ কে এম শহীদুল ইসলাম, সদস্য এনায়েত করিম রাজীব, আরিফ তালুকদার, রমিজ উদ্দিন। প্রসঙ্গত,ওসি মো. সাইদুর রহমান চলতি মাসের ১ তারিখে মোরেলগঞ্জ থানায় অফিসার ইনচার্জ হিসাবে যোগদান করেন। এর আগে তিনি পার্শ্ববর্তী শরণখোলা থানায় অফিসার ইনচার্জ হিসেবে কর্মরত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.