মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়নের দাতিয়াপাড়া নতুন বাজার নামক, লায়েছ ভূঁইয়া উচ্চ বিদ্যালয় এর খেলার মাঠে এলাকার নিম্ন, মধ্যবিত্ত সহ প্রায় ৪০০ পরিবারের মাঝে রমজান উপলক্ষে চাল,ডাল,চিনি, তেল,খেজুর, লবণ সহ এসকল সামগ্রী বিতরণ করেছেন, এ বিতরণে উদ্যোগতা এবং আয়োজনে ছিলেন, রাজশাহী রেঞ্জের ডি আই জি আব্দুল বাতেনের সহযোগিতা ও তত্ত্বাবধানে কাতার চ্যারিটির অর্থায়নে, হতদরিদ্র মানুষের হাতে ইফতার সামগ্রী তুলে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১২ টার সময় বিতরণ অনুষ্ঠিত হয়, এতে প্রতি প্যাকেটে ২৫ কেজি মিনিকেট চাল,৫ লিটার সয়াবিন তেল,৩ কেজি ছানা ভুট, ২ কেজি চিনি,১ কেজি খেজুর, ১ কেজি লবণ,৩ মুসুরি ডাল, খাদ্য সামগ্রী ছিল। কাতার চ্যারিটি কর্মকর্তা শহীদুল ইসলাম, কাতার চ্যারিটি প্রতিনিধি আব্দুর রাজ্জাক সহ এলাকার গণমান্য ব্যক্তিবর্গ।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.