ফারহান সিদ্দিক,সীতাকুণ্ডঃ চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট এলাকায় শাহনাজ বেগম নামে এক গৃহবধূকে জবাই করে হত্যা করা হয়েছে। আজ শুক্রবার (৩১ ডিসেম্বর) দুপুর দেড়টার সময় উপজেলার সলিমপুরস্থ কালুশাহ মাজার সংলগ্ন বক্ষব্যাধি হাসপাতাল কলোনীর দ্বিতীয় তলার একটি কক্ষে হত্যাকান্ডটি ঘটে। যানা যাই পারিবারিক বিরোধের জের ধরে মোছাম্মৎ সুলতানা তার সতিন শাহনাজ বেগম কে ধারালো চুরিদিয়ে জবাই করে হত্যা করে । নিহত শাহনাজ ও সুলতানা সম্পর্কে দুজনই সতীন। ঘটনার পর পুলিশ অভিযুক্ত নারী (ছোট সতীন) মোছাম্মদ সুলতানাকে আটক করেছে। এই বিষয়ে ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির পরিদর্শক (আইসি) তৌহিদুল করিম। তিনি বলেন শুক্রবার দুপুরে পারিবারিক বিরোধের জের ধরে এক নারীকে হত্যা করে এমন খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে দেখি লাশপড়ে আছে, উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য নিহত নারীর ছোট সতীন সুলতানাকে আটক করা হয়েছে। হত্যাকান্ডের ঘটনাটি তদন্ত চলছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.