প্রিন্ট এর তারিখঃ জুলাই ২, ২০২৫, ৫:২৯ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২২, ২০২২, ২:২৬ অপরাহ্ণ
কুমিল্লায় ৯২ বোতল ফেন্সিডিলসহ একজন গ্রেফতার

এ আর রুহুল আমিন হাজারী দেবীদ্বার(কুমিল্লা)প্রতিনিধিঃ কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার আমতলী এলাকা থেকে ৯২ বোতল ফেন্সিডিলসহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার এবং একটি মটর সাইকেল জব্দ করেছে র্যাব-১১ এর সিপিসি-২। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ২২ এপ্রিল কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার আমতলী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে মটর সাইকেলে করে মাদক পরিবহনের সময় ৯২ বোতল ফেন্সিডিলসহ একজনমাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীহলোঃ কুমিল্লা জেলার লাকসাম থানার ভাকড্ডা গ্রামের মৃত আবুল খায়ের এর ছেলে মোঃ আলমগীর হোসেন(৩০)। অভিযানে মাদক পরিবহন কাজে ব্যবহৃত মটর সাইকেলটিও জব্দ করা হয়। প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.