প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৪, ২০২৫, ৯:৪৯ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২২, ২০২২, ৩:১৬ অপরাহ্ণ
প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়-উপযুক্ত শিক্ষা ও প্রশিক্ষণে তারা হতে পারে সম্পদ – নওগাঁ জেলা প্রশাসক

পত্নীতলা ( নওগাঁ ) প্রতিনিধিঃ প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, উপযুক্ত শিক্ষা ও প্রশিক্ষণে তারা হতে পারে সম্পদ। নওগাঁর পত্নীতলা আমবাটি বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় পরিদর্শন অন্তে এমন মন্তব্য করেন নওগাঁ জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান। বৃহস্পতিবার (২১ এপ্রিল) বিকেলে নওগাঁর পত্নীতলা উপজেলা আমবাটি বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় পরিদর্শন শেষে সন্তোষ প্রকাশ করেন এবং সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। পরে বিদ্যালয় প্রাণগনে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এসময় তিনি বিদ্যালয়ে সীমানা প্রাচীর নির্মানের প্রতিশ্রুতি দেন এবং সার্বিক সহযোগিতার অব্যাহত থাকবে বলেও জানান। পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার লিটন সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা প্রশাসক মো. খালিদ মেহেদী হাসান।
এসময় নওগাঁ জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক নুর মোহাম্মদ, পত্নীতলার সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল ইসলাম, পত্নীতলা উপজেলার ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, সমাজসেবা অফিসার সুলতান আহমেদ, মহিলা বিষয়ক অফিসার মনোরঞ্জন পাল, একাডেমিক সুপার ভাইজার মোর্শেদুল আলম, ইউপি চেয়ারম্যান ছবেদুল ইসলাম রনি, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা হুমায়ন কবির, প্রধান শিক্ষক আখিঁ আকতার, প্রতিবন্ধী শিক্ষার্থী তাসলিমা খাতুন, সিনিয়র সাংবাদিক এম এ মালেক, ধামইরহাট উপজেলা প্রেস ক্লাব সভাপতি আবু মুছা স্বপন প্রমুখ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: somoyernews24office@gmail.com
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.