ফারহান সিদ্দিক, সীতাকুণ্ডঃ ২২ এপ্রিল ২০২২ ইং ২০ রমজান শুক্রবার সীতাকুণ্ড পৌরসভা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের উদ্যোগে বিশাল এক ইফতার মাহফিল কলেজ রোড়স্হ নবাব হোটেল অডোটরিয়ামে অনুষ্ঠিত হয়। সংগঠনটির সভাপতি জুবায়ের চৌধুরী লাতুর সভাপতিত্বে সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ জামাল উদ্দীন ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হারুন এর যৌথ সঞ্চানালয়ে এতে প্রধান অতিথি ছিলেন চঃউত্তর জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সদস্য সচিব সাংবাদিক মুহাম্মদ ইউসুফ খাঁন।
বিশেষ অতিথি ছিলেন চঃউত্তর জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সদস্য শামীমা আক্তার লাভলী, বঙ্গবন্ধু ফাউন্ডেশন সীতাকুণ্ড উপজেলা শাখার নির্বাহী আহ্বায়ক মোঃ রবিউল হোসেন চৌধুরী, নির্বাহী আহ্বায়ক সার্জেন্ট(অবঃ)মজিবুর রহমান, সীতাকুণ্ড পৌরসভা আওয়ামীলীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক এ্যাড. জসীম উদ্দীন ভূঁইয়া, পন্হিছিলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রাজীব দাশ, কামরুন্নাহার নীলু, আলেয়া বেগম, সার্জেন্ট(অবঃ) জহুরুল হক, মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ ইউনুস, নুরুন্নবী, মোঃ ইকবাল, মোঃ ফারুখ, মোঃ আলমগীরসহ প্রমুখ নেতৃবৃন্দগণ।
বক্তব্য রাখেন জেলা-উপজেলা-পৌরসভাও ইউনিয়ন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে সমগ্র বাঙ্গালী জাতি, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা এমপিসহ সকল মুসলিম উম্মাহ'র এবং সীতাকুণ্ড উপজেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের এডভাইজার বীরমুক্তিযোদ্ধা মোঃ রফিকুল ইসলাম এর শারিরীক সুস্হতায় মহাণ রাব্বুল আল আমীনের নিকট বিশেষ দোয়া মুনাজাতের দরখাস্ত করেন মোঃ ইব্রাহীম খলিল।
প্রধান অতিথির বক্তৃতায় সাংবাদিক মুহাম্মদ ইউসুফ খাঁন বলেন, পবিত্র মাহে রমজানে বিশাল মাহফিল আয়োজন করে সীতাকুণ্ড পৌরসভা বঙ্গবন্ধু ফাউন্ডেশন সাংগঠনিক গতিশীলতায় আরো একধাপ এগিয়ে গেল। তিনি বলেন, কঠোর শ্রম, নীতি,আদর্শ সততা, মেধা মননকে সঠিক পথে কাজে লাগাতে পারলে একটি শক্তিশালী প্লাটফর্ম গড়ে তোলা সম্ভব যার অন্যতম উদাহরন বঙ্গবন্ধু ফাউন্ডেশন সীতাকুণ্ড পৌরসভা শাখা। আশা করি, অচিরেই সমগ্র চট্টগ্রামে এ সংগঠন বিশাল সামাজিক সংগঠন গড়ে তুলবে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: somoyernews24office@gmail.com
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.