রেজাউল করিম, পেকুয়া প্রতিনিধি: কক্সবাজারের পেকুয়ায় পাচারের সময় প্রায় ৩ লক্ষ টাকার অবৈধ চিড়াই কাঠ জব্দ করেছে বনবিভাগ। শনিবার (পহেলা জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৫ টার দিকে উপজেলার বানৌজা মহাসড়কের বারবাকিয়া রাস্তার মাথা এলাকা কাঠগুলি জব্দ করা হয়। বারবাকিয়া রেঞ্জ কর্মকর্তা হাবিবুল হক বলেন, চিড়াই কাঠ (গর্জন) পাচার করছিল একটি গাছচোর সিন্ডিকেট। খবর পেয়ে বারবাকিয়া রাস্তার মাথা এলাকায় অভিযান চালিয়ে ১৫০/২০০ ঘনফুট কাঠ জব্দ করা হয়। কাঠগুলি পরিত্যাক্ত অবস্থায় ছিল। যার আনুমানিক মুল্য আড়াই লক্ষ টাকা। কাঠের মালিক কে এখনো জানা যায়নি। তবে অভিযান অব্যাহত থাকবে বলে জানান রেঞ্জ কর্মকর্তা হাবিবুল হক।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.