প্রেস বিজ্ঞপ্তিঃ বাংলাদেশ সাংবাদিক ক্লাব 'র ইফতার মাহফিল, শীর্ষক আলোচনা সভা,গুনীজন সংবর্ধনা ও শুভেচ্ছা স্মারক প্রদান অনুষ্ঠানে সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় শুভেচ্ছা স্মারক পেলেন সরকারী মিডিয়া তালিকাভুক্ত জাতীয় দৈনিক অন্যায়ের চিত্র পত্রিকার চট্টগ্রাম প্রতিনিধি ও বাংলাদেশ সাংবাদিক ক্লাব এর কেন্দ্রীয় অর্থসচিব সাংবাদিক মোহাম্মদ হায়দার আলী এম এ। বিবরণে জানা যায়, সাংবাদিকদের মৌলিক দাবি আদায়, মিথ্যা, বানোয়াট হামলা- মামলা সহ সাংবাদিকদের নানান প্রকার হয়রানি বন্ধে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার লক্ষ্যে চট্টগ্রামে একদল পেশাদার সংবাদ- কর্মীদের সমন্নয়ে গঠিত হওয়া বাংলাদেশ সাংবাদিক ক্লাব এর পথচলার তৃতীয় বছরে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল ও শীর্ষক আলোচনা সভা গত ২১এপ্রিল২২ ইং, ১৯ শে রমজান রোজ বৃহস্পতিবার বিকেলে চট্রগ্রাম মহানগরীর ইপিজেড থানাধীন কেইপিজেড মোড় সংলগ্ন ক্যাসাব্লাংকা রেষ্টুরেন্ট এর ২য় তলায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ক্লাবের চেয়ারম্যান সাংবাদিক মোঃ খলিলুর রহমান’র সভাপতিত্বে ও বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের উপস্থাপক মোঃ আমিনুল হক শাহিন’র সঞ্চলনায়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন দৈনিক বাংলাদেশ প্রতিদিনের ক্রাইম ইনভেস্টিগেটিভ সেল’র ইনচার্জ সিনিয়র সাংবাদিক মোঃ সাইদুর রহমান রিমন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন-দৈনিক আমাদের নতুন সময়ের চট্টগ্রাম ব্যুরো প্রধান মোঃ কামাল পারভেজ,বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম(বিএম এসএফ) এর কেন্দ্রীয় যুগ্ন সম্পাদক মোঃ সোহাগ আরেফিন। এতে বিশেষ অতিথি হিসেব বক্তব্য প্রদান করেন দৈনিক দেশ কালের বিভাগীয় ব্যুরো প্রধান মোঃ খোরশেদ আলম,চিটাগং ডেইলী ডট কম’র সিনিয়র প্রতিবেদক মুঃ বাবুল হোসেন বাবলা, চিটাগাং মডেল স্কুলের প্রতিষ্ঠা পরিচালক ও প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম খান, মহানগর বাস-মিনিবাস সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সাঃসম্পাদক মোঃ নুরুল ইসলাম,রাহে ভান্ডার তরুণ আশেকান পরিষদ বন্দর জোনের সাবেক সম্পাদক ও সাংবাদিক মোঃ রশিদুল হাসান শাহেদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব সাংবাদিক মোঃ হাসান বিশ্বাস, সংগঠনের অর্থ সচিব মৌলানা সাংবাদিক হায়দার আলী (এম এ), জাতীয় সাংবাদিক সংস্থার সাবেক ভাইস প্রেসিডেন্ট এম. এন ইসলাম, দৈনিক মানবজমিন বাশঁখালী প্রতিনিধি সাংবাদিক মোঃ মহিউদ্দিন,শাহরিয়ার সুমন, জাকির হোসেন, লরেন্স বিশ্বাস,এমরান হোসেন এবং সংবর্ধিত ব্যক্তি বর্গের পক্ষে বক্তব্য রাখেন প্রয়াত বীর মুক্তিযোদ্ধা এডঃ জানে আলমের কণ্যা এডভোকেট মিসেস ফারহানা আলম এনি ।
অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যমকর্মী ও এলাকার সুশীল সমাজের প্রতিনিধিগন উপস্থিত ছিলেন এসময় প্রধান অতিথি, গণমাধ্যম কর্মীদের বিরুদ্ধে হয়রানিমূলক কালো আইন বাতিল সহ সাংবাদিকদের টুটি চেপে ধরার ডিজিটাল আইন বাতিল করে স্বাধীনভাবে সাংবাদিকতার করার পথ খুলে দিতে সরকারের বিশেষ আহবান জানান। এছাড়া সভায় অন্যান্য অতিথিরা বলেন, প্রধানমন্ত্রীর ঘোষিত প্রনোদনা সকল পেশাদার সাংবাদিকদের নিকট পৌঁছা ও সাংবাদিক নির্যাতন বন্ধ এবং অপসাংবাদিক প্রতিরোধে সকল কে ঐক্যবদ্ধ থাকার বিশেষ অনুরোধ জানান। পরিশেষ বিশেষ মোনাজাত ও ইফতার পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। অনুষ্ঠানে দোয়া- মোনাজাত পরিচালনা করেন মাওঃ মোঃ মহিউদ্দিন আল-কাদেরী।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: somoyernews24office@gmail.com
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.