বানিয়াচং প্রতিনিধি ঃ হবিগঞ্জের বানিয়াচংয়ে প্রধানমন্ত্রী কর্তৃক মুজিব শতবর্ষ উপলক্ষে দেশের ভূমিহীন ও গৃহহীন পরিবারকে আগামী (২৬ এপ্রিল) মঙ্গলবার জমি ও গৃহ প্রদান কার্যক্রম উদ্ভোধন উপলক্ষে মতবিনিময় ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। (২৪ এপ্রিল) রবিবার দুপুর ১ টায় উপজেলা পরিষদের মিলনায়তনে উক্ত ব্রিফিং অনুষ্ঠিত হয়।উক্ত মতবিনিময় ও প্রেস ব্রিফিং এ সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা হতদরিদ্র ও গৃহহীন পরিবারকে চিহ্নিত করে প্রকৃত সুবিধাবঞ্চিতদের প্রধানমন্ত্রীর উপহার হস্তান্তর করার জন্য সাংবাদিকদের সহযোগিতা চেয়েছেন। সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন,বানিয়াচং প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া, সাংবাদিক তাপস হোম, প্রমুখ। এতে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান উর্মী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাওসার শুকরানা, উপজেলা শিক্ষা কর্মকতা শফিকুল ইসলাম সরকার সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.