শ্রীমঙ্গল, মৌলভীবাজার: মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় শ্রম কল্যান কেন্দ্র শ্রীমঙ্গল এর আয়োজনে ৫ দিনব্যাপী ৩৫ তম পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। রবিবার (২৪শে এপ্রিল) দুপুর শ্রম কল্যাণ কেন্দ্র শ্রীমঙ্গলের হলরুমে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২২ উপলক্ষে উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে শ্রম কল্যাণ কেন্দ্র শ্রীমঙ্গলের সিনিয়র মেডিকেল অফিসার ডা. নিবাস চন্দ্র পালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন, শ্রীমঙ্গল উপজেলার চেয়ারম্যান ভানুলাল রায় বিশেষ অতিথি ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার ৪,৫,৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও প্যানেল মেয়র মোছাঃ রোকেয়া পারভীন। আয়োজকরা জানান, উক্ত প্রশিক্ষণ কোর্সে চা শ্রমিক প্রতিনিধি, চা শ্রমিক সন্তান ও কলেজ পড়ুয়া শিক্ষার্থীসহ ৩৫ জন অংশগ্রহন করেন। কোর্সটি ২৪ এপ্রিল থেকে ২৮ এপ্রিল পর্যন্ত চলবে। প্রশিক্ষণ কোর্স উদ্বোধনের আগে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: somoyernews24office@gmail.com
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.