ওমরগণি এম.ই.এস কলেজ এক্স-ক্যাডেট ফোরাম’র উদ্যোগে ইফতার মাহফিল ও সংবর্ধনা সভা

প্রেস বিজ্ঞপ্তি : চট্টগ্রাম নগরীর ওমর গনি এম.ই.এস কলেজ এক্স-ক্যাডেট ফোরাম (ওসিইসিএফ)-এর  উদ্যোগে ইফতার মাহফিল ও সংবর্ধনা সভা গতকাল ২৩ এপ্রিল শনিবার সন্ধ্যায় কলেজের  আইসিটি ভবন মিলয়নায়তনে অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন কলেজ এক্স-ক্যাডেট  ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি মিজানুর রহমান সজীবের সভাপতিত্বে ও সদস্য আইরিন  আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিল ও সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ আ.ন.ম. সরওয়ার আলম। বিশেষ অতিথি ছিলেন ১৩ বিএনসিসি  ব্যাটালিয়নের সাবেক অধিনায়ক মেজর (অবঃ) রতন দাশ, ডি কোম্পানীর অধিনায়ক-২ লেঃ
আবু নঈম মোঃ ইব্রাহিম চৌধুরী, বাংলাদেশ ইয়ুথ ক্যাডেট ফোরাম (বিওয়াইসিএফ) প্রতিষ্ঠাতা চেয়্যারম্যান শাহ্ধসঢ়; মুজিবুল হক ও কর্ণফুলী এক্স-ক্যাডেট এসোসিয়েশন  (কেকা)-এর সাধারণ সম্পাদক মহসিন উদ্দিন চৌধুরী। বক্তব্য রাখেন ওসিইসিএফ’র  উপদেষ্টা পরিষদের সদস্য মোরশেদ আলম শিপন, আফসার খসরু, রাসেল আহমেদ, গোলাম  সরওয়ার চৌধুরী, বিওয়াইসিএফ যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম মান্নান ও সহ  সাংগঠনিক ফারুক আজিম, ওমরগনি এম.ই.এস কলেজ ছাত্রলীগ সভাপতি হাবিবুর  রহমান তারেক, ফোরাম’র সহ-সভাপতি এস.এম জুলফিকার আলী, সাংগঠনিক সম্পাদক

এটিএম কাউসার হাবীব, সনেট কুমার দে, মাইম হাসান, আজমল হোসেন, আয়োজন কমিটির আহব্বায়ক ওমর ফারুক, যুগ্ম সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দীন। অনুষ্ঠানে  কলেজের বিএনসিসি প্লাটুনের সার্বিক মানোন্নয়ন, প্রয়োজনীয় সংস্কারের,  উদ্যোগ গ্রহণ, বিভিন্ন সময়ে এক্স-ক্যাডেট ফোরামের বিভিন্ন সামাজিক কাজে   সহায়তা ও উৎসাহ প্রদানের জন্য এবং বাংলাদেশ শিক্ষক সমিতির চট্টগ্রাম মহানগর নব-  নির্বাচিত আহ্ধসঢ়;বায়ক মনোনীত হওয়ায় কলেজের অধ্যক্ষ আ.ন.ম. সরওয়ার আলমকে
সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।

পরে সংগঠনের ধারাবাহিক ঐহিত্য অনুসরন করে প্লাটুন বিএনসিসি’তে অসামান্য  অবদানের জন্য সাবেক ক্যাডেট ইনচার্জ সিইউও আবদুল আজিজকে (২০১৯-২০) ও  সিইউও (সিএ) মেহেরাব হোসেন ফাহিমকে (২০২১-২২) এর ওসিইসিএফ শ্রেষ্ঠ  ক্যাডেট সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে গাজী মোঃ জোনায়েদ, মোঃ ইব্রাহিম  ইবু, ইশা রাকিব,রিয়াদুল ইসলাম তানিম, মো হারুন, প্লাটুনের ক্যাডেট সার্জেন্ট
শাহাদাৎ, কর্পোরাল জিহান, নুর, লেন্স কর্পোরাল শরিফ, শান্তসহ বিভিন্ন ব্যাচের সাবেক   ক্যাডেটর উপস্থিত ছিলেন।