প্রিন্ট এর তারিখঃ জুলাই ১, ২০২৫, ৯:৫৮ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৪, ২০২২, ৫:৫৫ অপরাহ্ণ
ভূমিহীনদের ঘর ও নাগুড়া ফার্ম পরিদর্শন করেন সিলেট বিভাগীয় কমিশনার ড.মুহাম্মদ মোশাররফ হোসেন

শাহ সুমন বানিয়াচং প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী কর্তৃক মুজিব শতবর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন ক' শ্রেনীর পরিবারের জন্য নির্মিত বানিয়াচং বড় সড়কে ১শ ৫০ টি ঘর পরিদর্শন করেছেন সিলেট বিভাগীয় কমিশনার। ২৪ এপ্রিল রবিবার দুপুর ১টায় প্রধানমন্ত্রী'র উপহারের ঘর পরিদর্শনে যান সিলেট বিভাগীয় কমিশনার ও অতিরিক্ত সচিব ড.মুহাম্মদ মোশাররফ হোসেন।
পরবর্তীতে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট আঞ্চলিক কার্যালয় নাগুড়া ফার্ম পরিদর্শন করেছেন। এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা প্রশাসক ইশরাত জাহান। বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী,উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ, সহকারী কমিশনার(ভূমি) ইফফাত আরা জামান ঊর্মি, পিআইও মলয় কুমার দাস, বানিয়াচং প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া।
ভূমিহীন ও গৃহহীনদের ঘর পরিদর্শন করে বিভাগীয় কমিশনার সন্তোষ প্রকাশ করেন। ঘরের কাজের মান ভালো হওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা করেন। ধান গবেষণা ইনস্টিটিউটে উপস্থিত হয়ে বিভাগীয় কমিশনার কর্মরত বিজ্ঞানী ও সংশ্লিষ্টদের কে নতুন নতুন ধানের জাত নিয়ে আরও বেশি গবেষণা করা ও উদ্ভাবনের জন্য তাগিদ দেন।
এ সময় সংশ্লিস্ট বিজ্ঞানীরা প্রতিষ্ঠানটির বিভিন্ন গৌরবময় দিকগুলো তুলে ধরে তাদের সাফল্যের বিস্তারিত জানান অতিথিদেরকে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.