প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ৪, ২০২৫, ২:০৩ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৪, ২০২২, ৬:২৬ অপরাহ্ণ
পোর্ট সিটি ইউনিভার্সিটিতে সন্দ্বীপের পড়ুয়া শিক্ষার্থীদের ‘স্বপ্নচূড়া’ সংগঠনের আত্নপ্রকাশ

ডেস্ক রিপোর্ট : চট্টগ্রামে পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সন্দ্বীপের পড়ুয়া শিক্ষার্থীদের নিয়ে আত্ন -প্রকাশ করলো স্বপ্নচূড়া নামে সংগঠন। নগরীর আলিশান রেস্টুরেন্টে ইফতার আয়োজনের মাধ্যমে এ সংগঠনের যাত্রা শুরু হয়। স্বপ্নচূড়ার প্রধান সমন্বয়ক ও পোর্ট সিটি ইউনিভার্সিটির সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষার্থী অপু ইব্রাহিম এর সভাপতিত্বে অতিথিবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন দৈনিক সমকাল এর ব্যুরো চিফ সারোয়ার সুমন,পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান জুয়েল দাশ, পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা প্রভাষক প্রশান্ত কুমার শীল, বিশ্ববিদ্যালয়ের হিসাবরক্ষণ কর্মকর্তা জাহেদুল ইসলাম চট্টগ্রাম প্রতিদিনের স্টাফ রিপোর্টার আবু রায়হান তানিন।
স্বপ্নচূড়ার সমন্বয়ক ও পোর্ট সিটি ইউনিভার্সিটির বিবিএ শিক্ষার্থী মেহেদী হাসান আথিনের সঞ্চালনায় এবং ইয়াসিন আরাফাত এর পবিত্র কোনআন তেলাওয়াত এর মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্যবসায়ী মো. নাজিম উদ্দিন, পোর্ট সিটি ইউনিভার্সিটির প্রাক্তন শিক্ষার্থী ইয়াসিন আরাফাত বাপ্পি প্রমুখ। এতে সংগঠনের সদস্যবৃন্দ ফারদিন হাসান, কাজী রাজু,ইমরুল কাযেস অপু, পিসিআইইউ রাঙ্গামাটি ফোরামের সাধারন সম্পাদক ইমাম হোসাইন আসিফসহ অনেকেই উপস্থিত ছিলেন৷ অনুষ্ঠানে সন্দ্বীপের নৌ সংকট নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়৷ চলমান নিরাপদ নৌ আন্দোলনে স্বপ্নচূড়া ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।
সম্পাদক ও প্রকাশক
মনির আহাম্মেদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়
সম্পাদকীয় কার্যালয়: এতিমখানা মার্কেট, ৫ম তলা, কদম মোবারক, চেরাগি পাহাড়, কোতোয়ালী, চট্টগ্রাম।
Hello: 01869-600700,
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.